Skip to content

ক্ষমাহীন বিচারশালা — রমেন মজুমদার

ক্ষমাহীন বিচারশালা
—- রমেন মজুমদার
তাং=-21/03/23
নিয়মের বালাখানা অলস নয় ধরা,
রাখে চেপে সত্য বোধ, মানুষ মনচোরা
তাই ঝরে ধরনীর অশ্রু ফেঁটে জল!
আপনার ভাব নেই; খোলসে সে ছল।।

সত্য রাখে চাপা দিয়ে,মিথ্যার বেসাতি;
মানুষ যে পক্ষীরূপ, কোকিলে যেমতি;
কোকিলেরতুল্য তার ব্যাবহার ধরে …
চোখ বুজে জলপান; ঠকায় দশীরে।

এক শ্রেণী বোধহীন, জানিয়া না জানে;
লুটে অর্থ কপটে! ছলের সে সন্ধানে !!
কাকরূপি কুটিল প্রাণ! রুক্ষ্ণ মেজাজ!
সমাজের আধিপত্য যেন লঙ্কা ঝাঁঝ!!

সেই বুঝি বুঝমান,নিজেকে দেখতে (?)
কথার ফুলঝুরি ফোটায় সে সাক্ষাতে!
লুকোচুরি খেলা খেলে,কত ছল জানে;
বুদ্ধি ধুয়েজল খায় –আপনার মনে ।

জন্মদানে মাতৃরূপে লজ্জিত ধরণী!
সতত বজ্জাতি ভাব! কিছু পুত্র মানি;
তার না ঝরে অশ্রু;ঝরায় বসু-মা’
ঈশ্বর কভু তারে ভুলে, না করে ক্ষমা।।
———-

মন্তব্য করুন