Skip to content

ক্লান্ত পথিক

আজ ক্লান্ত পথিক ঘরে ফিরে
শূন্য বোঝা কাধে নিয়ে।
আজ ক্লান্ত পথিক পথ খুজে
রিক্ততার হাত ধরে।

আজ ক্লান্ত পথিকের মাথায় হাত
ক্যামনে কাটবে তাহার নির্জন দিন রাত।
সে যে নইকো পন্ডিত নইকো কাব্য কবি
কিভাবে ফিরিয়ে আনবে সে নতুন দিনের রবি

এপাশ ওপাশ কাটিয়াছে কত নির্ঘুম শত রাত
নাইকো তাহার সাথের সাথি,হারিয়েছে তাহার সাথ
কিভাবে ফিরিয়ে আনবে বলো তাহার আপন জাত।

ইশশশ ! আজ যদি কেউ একজন পাশে থাকতো,
ক্লান্ত পথিক হয়তো প্রান ভরে একটু কাঁদতো।
কাঁদার মাঝেও আছে সুখ তুমি সে কী বুঝবে?

হ্যাঁ। একদিন ঠিকই বুঝবে,ক্লান্ত পথিকটারে খুজবে!
নির্ঘুম নির্জনে কাটবে তোমার রাত ,
সেদিন ক্লান্ত পথিকের মতো তোমার মাথায়ও থাকবে হাত

হাজারো পথিক হারায়াছে পথ ,অসৎ সঙ্গতলে।
বৃথা তাহাদের প্রেমবাসনা,জীবন ভেসেছে জলে।
কাম্যের সাথে সাম্যের তুলনা করিয়ো না বিদ্রোহী ভাই
যা আছে পথিকের মনে,লিখে গেছি তাই।

মন্তব্য করুন