Skip to content

ক্রোধ এবং আবেগ

ক্রোধ আর আবেগ সম্পূর্ণই ভিন্ন দুটি জিনিস।এরা কখনো একসাথে পথ চলতে পারে না।ক্রোধ মানুষের আবেগকে গিলে ফেলে,হৃদয়কে কঠিন শিলায় পরিণত করে।কিন্তু ক্রোধ আবেগকে পরাজিত করার আগেই যদি আবেগ দ্বারা ক্রোধকে সংবরণ করা যায় তবে তা নিজের সাথে একপ্রকার যুদ্ধই বলা চলে।কিন্তু সবসময় আবেগকে প্রাধান্য দিলেও চলবে না,কারণ আবেগ কখনো মানুষকে মন্দ করতে বলে না।যদি আবেগের বশবর্তি হয়ে চরম শত্রুকে টিকিয়ে রাখা হয় তবে একসময় তা চূড়ান্ত পরাজয়ের কারণ হবে।শত্রুর শেষ রাখতে নেই,ফোঁটা ফোঁটা জল নিয়ে যেমন সাগর মহাসাগর গড়ে ওঠে তেমনি ওই একজন শত্রু থেকেই ভবিষ্যতে হাজারো শত্রুর আবির্ভাব হতে পারে।

মন্তব্য করুন