Skip to content

কোন দিকে যায় – দেবাশীষ ভট্টাচার্য

সভ্যতার নতুন যুগে আমি অতিরিক্ত ভালোবাসা,
খরার রাজ্যে যেন বৃষ্টির অপেক্ষায় মুমুর্ষু চাষা!

চাঁদের জলপ্রপাত প্লাস্টিক ভিজে গ্যাছে রাস্তায়,
জনহীন ডাস্টবিনে কুকুুরের দল আমাকে হাতড়ায়!

ফুলের দলে ভালোবাসা লিখে কুঁড়ির কাজ শেষ,
নিত্যনতুন বিদ্রোহী হয় সাম্প্রতিক বিদ্বেষ!

এযুগে আমি চিঠিতে লিখেছি পরিশ্রমী কথা,
খলসে হলো মিডিয়াতে রক্তাক্ত ব্যর্থতা!

ভালোবাসা রাশি রাশি ছুটির দেশে গ্যাছে,
শব্দগুলো বেজায় জটিল, জমাট বেঁধে আছে!

মন্তব্য করুন