Skip to content

কোনো শর্ত নিষ্প্রয়োজন

যতটা দূরত্ব মাপতে চাইলে তুমি
যতটা শব্দের উৎপাত ছিল কানে
আরো আরো দরজা খুলে খুলে দিতেম আমি
দেয়ালের পর দেয়ালের সন্ধানে ।

পালিয়ে এসেছি । সেকেন্ড মাইল তুমি করে দিলে শুরু
রিসিভার থেকে রিসিভারে চলে গুজব
আমাদের আসরে কবিতা ও প্রেম এক । চশমার পুরু
কাঁচে কুয়াশার ওপর কুয়াশার কলরব ।

তোমার গায়ের গন্ধে লুকোলাম আজ আমি
আমিময় হতে তুমিও করোনি একটু দেরি
দ্যাখোনা ওদের গুজবে আমরাই হই দামি
শব্দের তীরে তুমিও মরো , আর আমিও মরি ।

মন্তব্য করুন