Skip to content

কে হে তুমি? – প্রকৃতি প্রভা

কে হে তুমি,অধিকার ফলাও কিসে?
তুমি পুরুষ জাতি!
বিস্ময়ে ঘোর কাটেনা মোর
করি আজ মিনতি।
শুনেছি,তোমাদের বক্ষে সবুজের গালিচা
পাখিরা নিড় বাঁধে..
নিরাপদে থাকে আশ্রয়ে সদা তোমাদের বক্ষ মাঝে।
আজ কোথা তব উদার বক্ষ,আগলে রাখার হাত?
বিস্ময়ে বাকরুদ্ধ হই আমি
যখন দেখি,তোমরাই নেকড়ে- চিতার জাত।
নিজের বোনকে রক্ষায় তুমি যোদ্ধা হয়ে লড়ো
হা হা,
রাতের আঁধারে সেই তুমি অন্যের বোনের সর্বস্ব কাড়ো..
তুমি কোনো মেয়ের ভাই হওয়ার যোগ্য নও।
যখন তুমি কারো মেয়ের নগ্ন শরীর দেখে
নর-পিশাচ রূপে উল্লাসে উঠো মেতে,
তোমার মেয়ে নিরাপদ হবে কিসে!
তুমি কোনো মেয়ের পিতা হওয়ার যোগ্য নও।
তুমি ধর্ষক,বিড়াল তপস্বী সেজে
নির্যাতিতা মেয়েটির গায়ে ধর্ষিতা নাম দাও লিখে..
তুমি অমানুষ,তুমি কোনো মেয়ের স্বামী হওয়ার যোগ্য নও।
হে পুরুষ,তুমি তো থাকো নন্দলাল এর বেশে..
কোনো নারী অধিকার চেয়ে কথা বললেই
সে হয় নারীবাদী,নির্লজ্জ বলো শেষে।
কে হে তুমি,অধিকার ফলাও কিসে!

মন্তব্য করুন