Skip to content

কেমন এ স্বাধীনতা – পবিত্র প্রসাদ গুহ

পতপতিয়ে উড়ছে নিশান
বস্তি শিশুর হাতে
কাজলা বদন উন্মুক্ত বসন
খিদেয় মরে ভাতে।

৭৬ তম স্বাধীনতা দিবস
স্বাধীন মোরা আজ
বস্তির শিশু কাতরায় খিদেয়
স্বাধীন দেশের লাজ।

নিরক্ষরতার পাহাড় সাজে
ঝুপড়ি পথের ধারে
শিক্ষা কাঁদে মুখ লুকিয়ে
অন্ধ সমাজ বাড়ে।

শিক্ষার আলো পৌঁছায় নি সর্বত্র
নেইকো বিদ্যুতের আলো
ধর্ম-বর্ণ-জাত পাত সংস্কার
যায় নি মনের কালো।

নিরাপত্তার অভাববোধ
ভুগছে দেশের নারী
ভ্রূণহত্যা কন্যা সন্তান
কেমন এ স্বাধীনতার পাড়ি ?

আজব দেশে হায় স্বাধীনতা
যোগ্য মরে ভাতে
টাকার বিনিময়ে বিকায় চাকরী
ছড়ি অযোগ্যের হাতে ।

আজও কেনো হয় না বিচার
যোগ্যতমের তরে
যোগ্যতা নেই বর্ণের বিচারে
বসে চেয়ার পরে।

হায় রে ভারত হায় স্বাধীনতা
কেমন এ স্বাধীনতা
সাম্প্রদায়িকতা যাক নিপাত
মানুষই হোক শেষ কথা।

1 thought on “কেমন এ স্বাধীনতা – পবিত্র প্রসাদ গুহ”

মন্তব্য করুন