Skip to content

কেন? – ভাস্কর পাল

কেন?

নীচু – উঁচু হোক না জাতি
আসলে তো সবাই মানুষ
কেন মানুষ আজ, নিজের হাতেই
মনুষত্বটা করছে শেষ!

মন্দির-মসজিদ-গির্জা হোক
ঈশ্বর তো একই-
কেন তবে ধর্ম ভেদে
দরজার প্রান্তে তালা – চাবি।

জাতি ভেদে মানুষ আলাদা
ধর্ম ভেদে রক্ত লাল
কেন তবে ধ্বনি – গরিবের
বন্ধুত্বটা হয় না আজ!

অনেক ‘কেন’ মনেতে জাগে
উত্তর নেই কারোর কাছে,
কারণ গুলো মাথায় রেখে
স্তব্ধ থাক কলমেতে।।

মন্তব্য করুন