Skip to content

কেউ শুনতে চায় না – রাজা চক্রবর্তী

আকাশেতে উড়ছে রংবেরঙের ঘুরি,
তুমি ভাবলে গঙ্গাফড়িং।
তা দেখে তুমি লিখলে হালকা ফুলকা কবিতা,
দেখলাম ভাবনা গুলো করছে তিরিং বিড়িং।

আকাশে উড়ছে ফানুস
তুমি ভাবলে গ্যাস বেলুন।
কোথা থেকে এক ঝাঁক পাখি
পথ ভুলে ধাক্কা খেলো বেমালুম।

শিলা বৃষ্টি পড়ার দৃশ্য দেখে,
অলিন্দে দাঁড়িয়ে তোমার কবিত্বের আনন্দ।
ফুটপাতে পলিথিন ঢাকা ঘরে মানুষগুলোর
চোখে মুখে ভেসে ছন্দপতন গন্ধ।

সুন্দর পোশাক পরা শিশুটিকে দেখে,
গাল টিপে আদরে সোহাগে আধখানা।
অথচ পাশেই দাঁড়িয়ে থাকা
ভুরুক্ষ শিশুটির পেটে নেই খানা।

বোমা বানতে গিয়ে হাত খুইয়েছো,
আর বোমার শব্দে তুমি করছো বাজিমাত।
রাত জাগা রেড লাইট এলাকার মেয়েটির,
জীবনটা কখন যে হয়ে যায় চিতপাত।

মিথ্যা প্রতিশ্রুতি গুলো ভীষণ উজ্জল,
আদেও দিন হবে কি না, না জেনেই সূর্য খোঁজা।
সেটা কি লোভ, নাকি পাকস্থলীর উন্মাদনা,
দিনান্তে উত্তর মিলানো হয় না সোজা।

এভাবেই তুমি একটি কবিতা লিখে ফেললে,
তুমি জানোই না, ঐ কবিতা, কেউ পড়েই না।
এই কবিতা গুলো ওয়েস্ট পেপার বক্সে,
গুমড়ে কাঁদে, সে কান্না কেউ শুনতে চায় না।

1 thought on “কেউ শুনতে চায় না – রাজা চক্রবর্তী”

মন্তব্য করুন