Skip to content

কেউ একজন আসুক

কুয়াশা ভেজা মানুষটার ক্ষরতাপ দরকার,
তার ভীষণ ভাবে দরকার।
সকালের শিশির ভেজা ঘাসে পা ভেজা শীতলতা থেকে তার মুক্তি দরকার ,
একটু উষ্ণতা দরকার ,
একটু আগুনের তাপের মতো কিছু দরকার ,
একটু কাঠ খুটোরর আগুনের মতো আগুন দরকার,
একটা শাল অথবা কম্বল এর মতো কিছু দরকার ,
ঘুম না ভাঙ্গা সকালে কঠিন ভাবে জাপটে ধরার কাওকে দরকার,ভীষণভাবে দরকার।

সকালের ঘুম ভাঙ্গানোর জন্য কাওকে দরকার ,
তোমার চা এই বলে ডেকে তোলার মতো কাওকে দরকার,
বাইরে প্রচন্ড শীত থেকে বাঁচাতে গায়ে সুট,হুডী পরিয়ে দিতে একজনের ‌অনেক দরকার,
খুব দরকার , অনেক দরকার ‌,
এই সন্ধ্যায় ফিরলে একটু একসাথে বসে টেলিভিশন দেখার জন্যে কাওকে দরকার,
রিমোট কন্ট্রোল নিয়ে ঝগড়া করার জন্য কাওকে দরকার ,
কারো নিয়ে কবিতা লেখার মতো মানুষটা দরকার,
মুগ্ধতা নিয়ে তার ঘুম দেখার জন্য কাওকে দরকার।

একটা অভিমানী দরকার,
কারো চলে যাওয়ার ভুবন হারালো‌ বুঝি মনে হবে এমন কাওকে দরকার,
সকাল , দুপুর,রাত দেখার জন্য মনে একটা উত্তাল সৃষ্টিকারী দরকার,
একটা জাদুকরী দরকার তার উপর কখনো রাগ করা যায় না,
এই একটু সন্ধা নামতে না নামতেই বাসায় আসতে জোর করার কেউ একজন আসুক,
কেউ একজন রান্না করে বসে থাকুন অপেক্ষা নিয়ে,
মাঝে মাঝে কিছু সারপ্রাইজ দেওয়া যায় এমন একজন আসুক,
পৃথিবীর সব দুঃখ কারো চোখে তাকালে ভুলে যাওয়া যায় এমন ‌একজন আসুক,
বসন্তের দিনে কেউ একজন শাড়ি হাতে হাত রেখে হাটুক,
কারো খোঁপায় বসন্তের ফুল বেঁধে দেওয়া যায় এমন একজন থাকুক ,
পার্কের বেঞ্চিতে বসে কোকিলের ডাকে কেউ একটু পাশে বসে বেসুরা শিষ বাজানোর চেষ্টা করুক।

বর্ষার কাশ ফুলের দেখে কেউ একজন দুহাত মেলে দিক ,
কেউ একজন আমায় পৃথিবী‌ বানিয়ে নিক,
কেউ একজন আমার দৃষ্টির মনি হোক ,
ভয়ংকর বাতাসে আমাকে জাপটে ধরুক,
পাল তোলা জাহাজের মতো আমার ভালোবাসা তাকে উত্তাল করে দিক ,
শেষ বিন্দু পর্যন্ত আমায় ভালোবাসুক।

মন্তব্য করুন