Skip to content

কৃষকেরে করি সম্মান –শিমুল হোসাইন

বাংলার পথে আমি হাঁটি
জানি বাংলার মাঠে ফলে,
সোনালী আঁশগুলি।

সোনায় সোহাগা জীবন তাহার,
যে কর্ষণ করে এই ভূমি।
বাংলার মাটি মোদের,
চলার মূল চালিকা শক্তি।
সেই তো বেশ,
লাঙ্ল-কোদাল লয়ে,
যায় মাঠে।
দেশের মান রাখে সে,
শিক্ষার আলো না পেয়ে।

দেশ করিলো যত অর্জন,
সেই কৃষকেরে স্বরণ করিতে;
নাই লাজ-
বারংবার করি স্বরণ।

মন্তব্য করুন