Skip to content

কি লেখা আছে মনে – ইন্দ্রনীল দাস

আমার লেখায় পলেস্তারা ওঠা,
আমার ভাষায় মরচে পড়া চাঁদ,
অযত্নে হয় না যে ফুল ফোটা,
আকাশ এখন ছোটো হতে হতে ছাদ।

কি করে তাই ভরিয়ে দেবো তোকে,
মন যেভাবে সাজিয়ে দিতে চায়,
তোর নামে যদি এক ফালি রোদ ঢোকে,
লেখার দুপাশে মেঘ গুলো সরে যায়।

তাই তো আমি লিখছি সাহস করে,
তোর ছোঁয়া পেলে শব্দরা হবে ফুল,
মরা গাঙ্গে জোছনার স্রোত ফিরে,
তোর আলোতেই ঢাকা পড়ে যাবে ভুল।

কুড়িয়ে জড় করেছি খড়কুটো,
ভাসিয়ে দিলাম ছন্দের পাটাতনে,
আবেগর রঙ হয়তো‌ বা অস্ফুট,
তুই তো জানিস কি লেখা আছে মনে।

1 thought on “কি লেখা আছে মনে – ইন্দ্রনীল দাস”

মন্তব্য করুন