Skip to content

কিশোর বেলা

করতল উপচিয়ে পড়ে যায় বিষাদ মুহূর্ত গুলি।
আমি তার হিসেব করিনা।
যে সেতু তৈরি হয় নি আজও —
নিচ দিয়ে বয়ে যায় নির্জন নদী, তার
দুইপারে বসে আছি তুমি আর আমি।

এমনটা হয় নি কোনোদিনও।
ছিল না তো কেউ কোনোখানে।
তবু, একথা ভাবতে লাগে ভালো।

সেই সব অনিষ্ট বয়স।
কোনোদিন নারী ই দেখেনি…
অথচ হৃদয় জুড়ে প্রেমিকার ঘোর উন্মেষ।

মন্তব্য করুন