Skip to content

কিছু মানুষ মৃত্যুর দিকে হেঁটে যাচ্ছে – ইসমাইল মুকুল

কিছু মানুষ মৃত্যুর দিকে হেঁটে যাচ্ছে।
জীবনের প্রতি তাদের সুতীব্র অভিযোগ।
তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে শোকগাথা ও মরমী গান।

আমি উপত্যকায় বসে বসে ঝরা পাতার গান শুনছি।
পাশ দিয়ে বয়ে যাচ্ছে – শান্ত শীতল মৃদু ঝর্ণা।ঝর্ণার পানিতে ভেসে যাচ্ছে একটি অর্ধ-মৃত পাতা।
পাতার ওপর দু’টি পিঁপড়া।
তারা জীবনের গান গেয়ে এগিয় যাচ্ছে কাঙ্ক্ষিত গন্তব্যে!

নদীর তীরে পাশাপাশি দু’টি বক।
তাদের পায়ের সতর্ক পথচল।
চোখে ক্ষুধার তীব্র চাহনি।
তবু শিকারীর ফাঁদ তারা এড়াতে পারে না!

সমুদ্রে টানাজাল টানছে জেলেরা।
জাল এখন ঢেউ এর পাশে ভাসছে।
চারপাশে মাছ পাহারা দিচ্ছে গাঙচিল! জীবনের শেষ খাবার খেয়ে মাছেরা উঠে আসবে বেলাভূমিতে।

বাজারে অপেক্ষা করছে কিছু মানুষ।
তাদের চোখে মুখে তৃষ্ণা আর ক্ষুধা।
তারা মাছের দাম জানতে চায়বে আর মাছের দিকে এক পলক নিরীহ দৃষ্টিতে চেয়ে পাহাড়ের দিকে হাঁটতে থাকবে ; জীবনের প্রতি তাদের অগাধ বিতৃষ্ণা!
তারা মৃত্যুর দিকে হেঁটে যাচ্ছে!

মন্তব্য করুন