Skip to content

কিছু জল গতিপথ বদলায় -পংকজ পাল

কিছু জল গতিপথ বদলায়
অথবা স্থির থাকে।
দলবেঁধে পাহাড় ঘেঁষে নদী ছুঁতে চায় না,
থেকে যায় তার উৎসের কাছাকাছি
অথবা মাঝপথে সুবিধাজনক জায়গায়।

কিছু জল!
প্রবল স্রোতে ঘর-বাড়ি গাছপালা ভাঙতে চায় না,
দৌড়ে সাগর ছুঁতেও চায় না,
কেবল তৃষ্ণা মিটায়।

কিছু জল!
যার বুকে সহস্র প্রকার প্রাণী বাসা বাঁধে,
কখনো রাগে অভিমানে-
সাগর থেকে বহুদূর নির্জনে বাস করে,
কাউকে তার একাকীত্বের সাথে নেয় না।

কয়েক ফোটা জল!
আকাশের সাথে অভিমান করে
চোখের কর্ণিয়ার পিছনে লুকিয়ে থাকে।
নরম হৃদয় একটু আঘাত পেলেই
কষ্টের বুকে অশ্রু হয়ে ফোঁটা ফোঁটা ঝরতে থাকে।
কিছু জল গতিপথ বদলায়।
কিছু জল!

মন্তব্য করুন