Skip to content

কালো মেয়ে

গায়ের রংটা কালো বলে দেয় না মানুষ দাম, গাঁয়ের মানুষ দিলো আমায় কালো মেয়ে নাম।

বাবার চোখে রাণী আমি মায়ের চোখের মণী,

পাড়াপড়শি এসব দেখে করে কানাকানি।

মুখ বাঁকিয়ে বলল সেদিন পাশের বাড়ির বুড়ি, দাও না কেন মেয়ের বিয়ে বয়স হইলো কুড়ি?

মৃদু সুরে বলল মায়ে দেখতে আসে বর, দেখার পরে বলে ওরা এখান হতে সর।

বুঝে গেছি এই সমাজে রং এর হয় বিচার,

শুনতে হয় রোজ নানান কথা কালো মেয়ে আমার।

মন্তব্য করুন