Skip to content

” কালের কলে” কবিতা নং- ২ কবি মোহাম্মাদ মকিজুর রহমান

ঝিনুৃক তোমার বুকের ভিতর
মুক্ত রাখো পুষে,
জোয়ার ভাটা,জলোচ্ছ্বাসে
রাখো যত্ন করে।

পাহাড় কাঁদে ঝর্ণ হয়ে
বুঝেছে কে দুঃখ
সৃষ্টি যেমন যেখানে
সেজানে তার তথ্য।

নীল আকাশ চোখের ধাঁধা
আমরা ক’জন বুঝি,
জীবন হল মিছে মায়া
সবই দেখি ফাঁকি।

আসমান জমিন গ্রহ তারা
এক পলকে বিশ্ব দেখি,
পলক যখন নিভে যাবে
থাকবেনা আর গতি।

সময় কেবল গড়িয়ে গেল
মনের ঘরে কাল,
জীবন গেল মিছে কাজে
আকটে কালের কলে।

মন্তব্য করুন