Skip to content

কামনা কুঞ্জ-রমেন মজুমদার

কামনা কুঞ্জ
———–(চতুর্দশপদী)
রমেন মজুমদার,২৬/৫/২০

স্নান মুখে দুগ্ধধারা ইষ্ট নামে একা
ঘুমালে আঁধার ঘর,দেয় সেই দেখা ;-
একা খাও একা যাও তুমি ও ঈশ্বর !
জন্ম-মৃত্যু লেনদেন হয় রাত ভর ।

ডুব জলে মারে মাছ, সেতুর হাতল
ধরে দুই হাতে ; শক্ত শিরে রাখে বল!
পরম ঈশ্বরে সঁপে– যাপিত জীবন,
দুই দেশ এক ইচ্ছা, রহে অনুক্ষণ ।

ইচ্ছা সঙ্গ রঙ্গ যাত্রা, তিমিরিন্দ্র ঘর ;
দেব-দেবী মিলে দোঁহে রয় পরস্পর!
কাঙ্খিত কামনা কুঞ্জে পূর্ণ হলে আশা,
ফিরে ফাল স্কন্ধে নিয়ে সেই সুখী চাষা ।

সৃষ্টির ঐশী প্রদেশ,– জনম মরণ;
তাহে নেত্র জ্ঞানার্থে করে অনুসরণ।।

শিখামন্দির,কলকাতা ।

মন্তব্য করুন