Skip to content

কাব্য তুমি সান্ত্বনা – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

কাব্য তুমি সান্ত্বনা  
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-১১-২০২৩ ইং

আমার সকল কষ্ট জ্বালায়
কাব্য তুমি সান্ত্বনা!
দুঃখ ভুলে সুখ খুঁজে পাই
তৃপ্তি বিভোর অন্ত না।

তুমি প্রেমের ফুল বাগানে
স্বর্গেরই কূল ঠিকানা,
প্রেম বিরহে নাভিশ্বাসের
মৃত্যু দণ্ডের শেল খানা।

সুখের পরেও সুখ যে তুমি
দুখ বেদনার যন্ত্রণা,
ঝড়-তুফানে ঢেউয়ের মাঝেও
তুমিই কেবল মন্ত্রণা।

পরিশ্রমী ক্লান্ত দেহের
শ্রান্তিরই সুখ মস্তানা,
জীবন-মরণ কান্না-হাসির
গহীন বনের আস্তানা।

দুষ্টু লোকের গাত্রদাহ
ঈর্ষা মনের কারখানা,
কাব্য তুমি শাহানশাহের
রাজাধিরাজ বার খানা।

পুষ্পরেণু গোলাপ তুমি
লোক সমাজের ভর্ৎসনা,
রবের দ্বারে করুণ স্বরে
দু’হাত পেতে অর্চনা।

মন্তব্য করুন