Skip to content

কাপুরুষে বর্ষিত- মাহমুদুল মান্নান তারিফ

উপলক্ষ; ইমানুয়েল মাক্রোঁ

গণ্ডগোলে পণ্ডিতেরা মস্তবড় ভুল করে,
বিষণ্ণতা মন্ত্র ঢেলে স্বীয় হস্তে ফুল ধরে।
চঞ্চলতা মাত্রাগুণে হৃদ্য ভরুক ভিন্নতা,
সত্যব্রত অনাগ্রহে মুর্খে জমুক ছিন্ন তা।

অঞ্জলিতে রক্তমাখা থাপ্পড়ে না অদম্য,
হট্টগোলে বড্ড সেজে ধন্যরাও অধন্য।
ব্যঙ্গচিত্রে চিত্ত কষে কর্মে সাধু পুণ্যে না,
রাঙাবাবু জঘন্যরা বিদ্বেষে অশূন্যে না।

বিনম্রতা রত্ন সেরা দৃশ্যমানে সজ্জিত,
বিকৃতিকে অসহ্যও চক্ষু-মনে লজ্জিত!
ঠান্ডাশিরে ধর্মবীরে হত্যা করে নগ্নতা,
গর্জে-তুঙ্গে রুদ্ধ করে অশ্রদ্ধে নিমগ্নতা।

ঘৃণ্যলোকে মজ্জাগত দৈন্যদশা স্বীকৃত,
স্বধর্মকে অগ্রে এনে অন্যটারে বিকৃত!
ঘৃণ্য-থুথু ভেঙচানে কাপুরষে বর্ষিত,
চিত্তপঁচা ব্যঙ্গমনা ব্যঙ্গচিত্রে কর্ষিত।

লেখক;
মাহমুদুল মান্নান তারিফ
প্রভাষক;মাথিউরা সিনিয়র ফাযিল ডিগ্রি মাদরাসা
বিয়ানীবাজার, সিলেট। মোবাইল; 01715357517
রচনা; ১২ জুন ২০২১

মন্তব্য করুন