Skip to content

কাজ — নজরুল ইসলাম খান

কাজ
——–
——-নজরুল ইসলাম খান

কাজে থাকার এক নাম যে বেঁচে থাকা ,
কাজহীন মানুষকে মৃত বলা চলে ।
মহৎ কাজ সে তো অমরত্বের বাহন,
মুছে দেয় ক্লান্তিকে প্রশান্তির আদলে ।

শুয়ে থাকার এক অর্থ কবরে থাকা ,
নিজ থেকে কে আর মরে যেতে চায়?
অবসর হবে সামনে অনন্তকাল,
কাজের সময় থাকে সীমিত নিশ্চয় ।

মানব সৃষ্টি কেবল কাজেরই জন্য ,
কাজ করে নিজেকে গড় তুলতে হয় ।
যতক্ষন বেঁচে আছি কাজ করে যাই,
কাজের মাধ্যমে হবে সব পরিচয় ।

২৮/১০/২০২১
টুটপাড়া , খুলনা

মন্তব্য করুন