Skip to content

কাজের মেয়ে – কবি শাহিন আলম

অভাবে পরে অন্যের ঘরে,
নেয় বাড়ির কাজ।
বাড়িওয়ালা লোক যেমন তেমন,
রাগি মন মেজাজ।।

কাজের মেয়ে বাড়িওয়ালার ঘরে,
করে অনেক কাজ।
সকাল বিকাল প্রতি কাল,
রেখে নিজের লাজ।।

কিছু হলে গালি মেলে,
সাথে পায় নির্যাতন।
কাজের মেয়ে ঝাড়ি খেয়ে
সহে মনের জ্বালাতন।।

কাজের মেয়ে বাসি খেয়ে,
মনে জমা হাহাকার।
দিন খাটিয়ে বাড়ি ফেরে,
চেষ্টায় খুশি থাকবার।।

মন্তব্য করুন