Skip to content

কাঁঠের পুঁতুল – অথই মিষ্টি

“ কাঁঠের পুঁতুল “
– অথই মিষ্টি

কাঁঠের পুঁতুল হোতাম যদি হায় ,
সকল কিছু সইতাম আমি নিরব অবস্তায় ।

আমার থাকতো নারে ব্যথা
সুখে দুঃখে রেগে গিয়ে
না, বলতামনা কথা ।

আমি আনন্দেতে হাঁসতাম না
দুঃখ সাগরে ভাসতাম না
চুপ থাকতাম সর্বঅবস্তায়

বলতামনা কথা ওরে
চুপি চুপি চুপিসারে
রেগে গিয়ে জোরে জোরে

নিরবতায় নিরব হয়ে
সকল কিছু যাইতাম সয়ে
দ্বাড়িয়ে এক অবস্তায়

কাঁঠের পুঁতুল হোতাম যদি হায় ,
সকল কিছু সইতাম আমি নিরব অবস্তায় ।

মন্তব্য করুন