Skip to content

কলম

কলম তুই খুব ভালো ,
দেখাস্ সবার জীবনের আলো।
ছোটোবেলায় তোকে খুব খেয়েছি ,
বড় হয়ে তোর কষ্ট বুঝেছি ।
তোকে পেলে লাগে মোর আনন্দ,
তোর রংএর দুনিয়ায়,
রাঙ্গিয়ে দিস্ সমস্ত ছন্দ ।
বুঝিনি তোর রোগা গায়ে এত জোর,
ভারতমাতার মুখে তোর কন্ঠস্বর।
তুই সাদা কাগজকে জীবন দিস্,
অপরাধে গলা টিপে রক্ত নিস্।
ছুরির ফলার থেকে তুই শক্তিশালী,
গলদের নিপাত হক আমি বলী।
কলম তুই খুব ভালো,
অন্ধকে দেকাস্ আলো ।

মন্তব্য করুন