Skip to content

কর্পোরেট হৃদয়ে ফাল্গুনী হাওয়া // তাপস ঠাকুর

চেরাগি পাহাড় মোড়ের ফুল বিক্রেতা মিষ্টি মেয়ে লুতফা,
শাহাবাগ মোড়ের জোনাকি কিংবা ধানমণ্ডি লেকের পুষ্পিতা,
ওরা সবাই জানে,পহেলা ফাল্গুন-বসন্তের মানে।
জানলে না শুধু তুমি।
বাজার অর্থনীতির লোভী চক্ষুতে বন্দী-
তোমার রোবটিক্যাল শরীর।
কর্পোরেট জীবন তোমার মননে যান্ত্রিকতা এনেছে।
ভেতর থেকে বের করে নিয়েছে তোমার প্রাকৃতিক সত্বা।
ঝড়া পাতারা দল বেধে পরে থাকে পথে,
আমরাও একদিন ঝড়ে যাব,
শুকনো পাতার মতন পুড়ে যাব, উড়ে যাব।
একবার চক্ষু মেলে তাকাও ঐ কর্পোরেট জীবনের বাইরে,
বৃক্ষের শাখায় দেখো নব পাতার, নব পুষ্পের
মহা উৎসব।
আজ কিছু বেলি ফুল তোমার খোপায় বাধো,
আর ইচ্ছে মত সাজো, প্রকৃতি যেভাবে সাজে।
তারপর বুনোহংসীর মত চলো আমার সাথে,
এই ফাল্গুনী হাওয়ায় নীল আসমানে গা ভাসিয়ে দিই,
‘তোমার পাখনায় আমার পালক,
আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন।’

1 thought on “কর্পোরেট হৃদয়ে ফাল্গুনী হাওয়া // তাপস ঠাকুর”

মন্তব্য করুন