Skip to content

করো ভালো কাজ – রবীন্দ্রনাথ দাস।

দেশ সবে গড়ি হাতে হাত ধরি
শুভ কাজ হবে ভবে,
দেশ ভালো হলে দুখ যায় চলে
এসো এই বেলা তবে।

দ্বিধা হলে মনে দিন যায় ক্ষণে
নাহি থাকো ঘরে বসে,
সব দূরে ফেলে এসো নব ছেলে
মসি যাক সব খসে।

দূর করো ভয় তবে হবে জয়
বল নিয়ে এসো কাজে,
পেলে ভালো ফল নেমে আসে ঢল
গর্বে দেশ তবে রাজে।

দেশ মাতা তরে এসো সব ভরে
শুভ কাজে এসে লাগি,
দূর করে মল প্রভু দাও ফল
শুভ বর তাকে মাগি।

মন্তব্য করুন