Skip to content

কবি এ.বি.এম সোহেল রশিদ – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

কবি এবি এম সোহেল রশিদ
মোঃ ইব্রাহিম হোসেন – রাজশাহী
রচনাঃ ১৮-১২-২০২৩ ইং

আমার প্রিয় শ্রদ্ধাভাজন সোহেল রশিদ গুণী,
জন্মদিনে তাঁর প্রেম আজ কাব্যমালা বুনি।
অভিনেতা ঔপন্যাসিক সবার প্রিয় কবি,
সাহিত্যেরই আমলনামায় উদ্দীপ্ত এক রবি।

আটান্ন এই জন্ম লগন আসলো আবার ফিরে,
বীর মুজাহিদ মুক্তিযোদ্ধার আবাস ভূমের নীড়ে।
আনন্দের ক্ষণ বিষাদে মন একটু চোখের জলে,
নাই বাবা হায় যেন্ অসহায় কান্নাতে মন গলে।

একাত্তরের যুদ্ধে শহীদ থাকতো যদি বাবা,
হৈ-হুল্লোড়ে বাড়তো আরো উদ্ভাসে খোশ আবা।
সান্ত্বনা তাই দুঃখ তো নাই স্বাধীনতার আভাস,
গর্বিত জন যুদ্ধে জয়ী বীর বাঙালি শাবাশ!

এই না ভবে ক’জন আছে পায় যে এমন সম্মান?
করলো সমর মরেও অমর কাল-বিজয়ী অম্লান।
ভাবনা তো এই এবি এম সেই সোহেল রশিদ ভাইয়ের,
ধন্য জীবন ধন্য ভুবন পাল তোলা এক নায়ের।
উদ্যোমী মন বিদ্রোহী জন সারাজীবন বাঁচুক,
মুখের বচন হোক সুবচন বিশ্ববাসী হাসুক।
জন্মদিনের এই কামনা পবিত্র এক কালাম,
দীর্ঘায়ু হোক জীবনখানা শ্রদ্ধাতে দেই সালাম।

৫৮ তম জন্মদিনে উৎসর্গঃ
এবি এম সোহেল রশিদ
কবি, কথা সাহিত্যিক ও অভিনেতা

মন্তব্য করুন