Skip to content

কবির মৃত্যুদিন —— সঞ্জয় আচার্য

বাইশে শ্রাবণ থেকে একটু ঘুরে ডানদিকে
আর একটা বড় রাস্তা বরাবর
বাইশে অক্টোবর পর্যন্ত।

দুপাশে হিরণ্য রঙের শূন্যতা আর অনশ্বর ছায়া
অবলীলায় জড়িয়ে নিয়েছে অবগাহনের চূড়া অবধি
যেন পরিপূর্ণ।

তুমি যদি হেঁটে যাও সে পথে
দেখবে হাওয়ার পিঠে হাওয়া উড়ে যাচ্ছে
পাহাড়ের পিঠে পাহাড়
আর অস্থাবর চাঁদ মৃত্যুকে ভালোবাসতে চাইছে খুব।

এইসব জন্মদিনের অতল বিতল দৃষ্টি
অনাবৃষ্টি ভাঙিয়ে ভাসিয়ে দিচ্ছে, ডুবিয়ে দিচ্ছে
সিংহল সমুদ্র থেকে আকাশভরা সূর্য তারা।

সেই স্রোতে ডুবে গিয়ে, ভেসে উঠে
ভিজে কাকের মতো দাঁড়িয়েছে
চৈত্রের দিগন্তে কালপুরুষ,
তার পায়ের নিচে কাতরে কাঁপছে লুব্ধক
কবিতার কাছে।

————
Sanjay Acharya, 20A/3 seal lane, tangra, kolkata 700015, mobile 9830437268

মন্তব্য করুন