Skip to content

কবির জীবন যেখানে নোঙ্গর বাঁধে -রমেন মজুমদার

কবির জীবন যেখানে নোঙ্গর বাঁধে
—-
রমেন মজুমদার ৩১/০৭/২৩

কবি হবে স্বপ্নেও সে যে,ভাবেনি কোনদিন;
পল্লী গাঁয়ের কষ্টে থাকা;করুণ এক জীবন!
ভাতের কষ্ট নিত্য কাটায়,অনাহারে দিন !!
সেটাই বুঝি তার ভাগ্য চাকায় কষ্টের ঋণ।।

পাঠশালা নেই, সেই গাঁয়ে,আছে পর্ণ বাড়ি;
রোদ-বৃষ্টি-ঝড় মাথার উপর নিত্য তারি
জানত কে যে?একদিন সে,- হবে নব্য কবি …
অলীক স্বপ্নে বিদ্যাদেবী আঁকলেন যে ছবি।।

চুলোর কালি বাঁশের কঞ্চি, কাঁচের দোয়াত;
জীর্ণ বস্তার আসন তার, পাততে গাছের তলে..
খালি পায়ে,ছেঁড়াছালা নিয়ে,পাঠশালাতে যায়
কবির বিদ্যা শুরু হলো সেই গাছতলা পাঠশালায়।

মায়ের মুখে শোনা বুলি লিখতে হবে পাতায়,
তালপাতা তাই খাতা হবে শুকিয়ে নিলেই;
ভাতের হাঁড়ির কালি দিয়েই লিখলাম তাতে-
আদর্শলিপি,অক্ষর গুলি,শুকনো পাতাতে।।

উচ্চস্বরে পাঠশালতে অ-আ-ক-উচ্চারণ,
কণ্ঠ থামলে মাস্টার মশাই মারতেন কোষে বেতে,
পিঠের উপর টপাস টপাস করুণ আঘাতে !
ক্ষুধার জ্বালা! বেতের আঘাত কান্নাগুলি মাতে।।

মা কখনও ভাতের ফেন খেয়ে,আমায় দিত ভাত!
নীরব অশ্রু ঝরত চোখে আঁচল মুখে ঢেকে !
আমায় দেখে মুখ লুকাত দিনে কিম্বা রাতে;
ভাতের হাঁড়ি উঠিয়ে দেখতাম,ভাত নেই যে তাতে।।

তারপরে পাঠশালা শেষ আদর্শলিপিও..
ভাত জুটে না কি করে তারে, পড়াবে স্কুলে ?
কোথা পাবে মাইনে পত্র কে করবে সাহায্য!
অভাবী প্রাণ দিনে দিনে করতে হয় কর্য।।

এই ভাবে তার কেটে গেল কৈশরের সেই কাল
ফাইভ পর্যন্ত পড়াশুনা, ধরে সংসার হাল।
কিছুদিন পরে,–যেতে হয় ঘরের বাহিরে;
অনেক দুঃখ কষ্ট নিয়ে, নাইট স্কুলে পড়ে।।

একদিন সেই বালকটি হলো পিতৃহারা!
অল্পবয়সে জীবন গড়তে ব্যস্ত দিশাহারা।
নাইট স্কুলে পড়েই সে করে ম্যাট্রিক পাশ,
কাজ করে পরের বাড়ি,যেন মাইনে করা দাস।।

মনে তার কবির স্বপ্ন লিখতে করল শুরু,
পথের পরেই জীবন কাটায় পথই তার গুরু।
শব্দ দিয়ে ছন্দ করা সাজিয়ে লাইন শেষে,
এক কবিতা পাঠালেন পত্রিকায় অবশেষে।

ছাপা হলো,খুশির প্রাণ; পেটে ভীষণ ক্ষুধা!
চাই লেখা তার তবুও, যতই আসুক বাধা।।
এমনি করে কাটল জীবন, হচ্ছে লেখা ছাপা;
দিনগুজরানে নুনে ফ্যানে জীবন খানি মাপা।।

টেনেটুনে একদিন কবি গেল ভার্সিটিতে,
ডিগ্রি নিলো অবশেষে মাস্টার্স আশিতে।
সেই কবি যে গল্পউপন্যাস লিখল কিছু শেষে
অজ্ঞাত এক কারণেই সে এলেন বিদেশে।।

ঘরছাড়া,দেশছাড়া,লক্ষ্মীছাড়া এক জীবন!
অভাব জীবন বলেই তার,বিমুখ হলো স্বজন।
তবুও তার মনের মধ্যে,স্বপ্ন; ইচ্ছা কবি হবে,
ইচ্ছাগুলো ছুঁতে গেলে,অর্থ ছাড়া কে হয়েছে কবে।।

জীবন যেখানে নোঙ্গর বাধে,ফকির কিম্বা বাদশা,
কবির এখন লেখার ভাষা নেট দুনিয়া ভরসা
কোথায় গেল তালপাতা সেই কোথায় কয়লা কালি
পাঠশালা নেই গাছের তলায়,আসনও নেই জোড়াতালি।।

তবুও সে স্বপ্ন দেখে, হবেন অনেক বড় কবি;
এমনি করেই মনুষ্য প্রাণ,দিবারাত্র আঁকেন ছবি;
বিফল কি হয় কভু ? যদি থাকে প্রাণে সাধনা;
সততা আর নিষ্ঠা নিয়ে চলুন সবাই,হবেনা আনমনা।।
************

মন্তব্য করুন