Skip to content

কবির অন্তরকুহুর – রমেন মজুমদার

কবির অন্তকুহুর
——————
 (চতুর্দশপদী কবিতাবলী)
রমেন মজুমদার,26/02/21

কে কবি?কবে কে মোরে ? করে ঘটকালি!
শব্দে শব্দে টেনে নেয়, বিবাহ বাসরে;–
কে সে ? যম-কর্তা ! টুটে লয় শিরোপরি;-
কি হেতু ! শোভনে, অক্ষয়-রতন যশে;
বুঝি সেই মোর মতে, কল্পনার রানী ?
কমল বিছানা চিতা! পাতেন আসন।

যায় ভানু-প্রভা ঢেলে,অস্তাচল পথে ;-
রেখে যায় সুবর্ণ কিরণ,ভব মাঠে…
অজ্ঞাত নিবাসে যাত্রা,ক্রোধ অহংকার!
ঐশিক আদেশ বলে কুসুম-বিকাশ !

কবির অন্ত কুহুর,সুনন্দন শ্রেয়ঃ…
ইচ্ছা জাগে ফোঁটাতে, কুসুম পরিমলে;
তবুও সে কবি;জলধারা জলবতী-
কলকলে, দেয় ঢেলে তুষ্ট তার ধ্যানে।।
******

মন্তব্য করুন