Skip to content

কবিতা —সার্থকথা /কবি -জেবুন্নেছা জেবু

সার্থকতা
জেবুন্নেছা জেবু
**********************

সামনে দুভির্ক্ষ আসছে ধেয়ে
বাবা সবাইকে বললো ডেকে
মা দাদা দাদু ছোট্ট ভাই বোনের
মনটা উঠলো ভয়ে কেপেঁ
বাবা বললো খরচ কমাও
নয়তো গ্রামে চলে যাও।

শুনে ছোট্ট বোনটি উঠলো বলে
জিনিসের চড়া দামে
এমনিতেই খাই না বললে চলে
মরবো নাকি না খেয়ে?
পরিবারটা নির্ভরশীলতো তোমার ঊপরে,

পরিকল্পনা করা উচিত তোমার
কেননা তুমিই পরিচালক
যাতে আমরা পাই মৌলিক অধিকার
অন্ন বস্ত্র বাসস্থান আর খাবার
দ্বায়িত্ব তোমার না আমাদের?

তোমার অফিসের চামচাদের
নেই কোন কাজ করে দাও বিদায়,
প্রতিদিন পার্টি আসর এসব কমাও
একের অধিক গাড়ি বাড়ী
করে দাও না কেনো বিক্রয়।

বাবা বললো- দুর পাগলী
আমি নই কোন মন্ত্রী সামান‍্য কর্মচারী
নেই কোন আমার গাড়ি বাড়ি
সবই মালিকের খরচ কমিয়েছে অনেকখানি
তাতে আদৌ হবে কি কোন লাভ?
দেশে রিজার্ভ এর অনেক বেশী অভাব।

করতে হবে খাবার আমদানি
সস্তা বাজার ব্যবস্থার জন‍‍্য
বাড়াতে হবে সরকারি মজুদধারী
আমরা সাধারণ নিত‍্যই অভাবে রই
আমরা মিলিয়ন বিলিয়নারতো নই;

খুব ধন সম্পদ আছে যাদের
দেশ বিদেশে আছে অসংখ্য গাড়ি বাড়ি
ব‍্যবসা বানিজ‍্য নিয়ন্ত্রন যাদের হাতে
তাদের বুঝা উচিত যাচ্ছে সব কোন খাতে,
দেশ ও জাতি বাচঁতে যদি না পারে
স্বাধীন সোনার বাংলার
সার্থকতা থাকবে কি আর তাতে?

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

মন্তব্য করুন