Skip to content

কবিতা -সবুজ পৃথিবী – / কবি — জেবুন্নেছা জেবু

তারিখ
শিরোনাম —সবুজ পৃথিবী
কলমে —-জেবুন্নেছা জেবু
______________________________________
আসুন পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ নিধন বন্ধ করি আর সবুজ পৃথিবী গড়ি ,
চলুন সবুজ বনায়নে নিজেদের শ্বাস প্রশ্বাস আর ভবিষৎ বাঁচা নিশ্চিত করি।

জীবাশ্ম জ্বালানী দহনের ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে,
অবাধে বৃক্ষ উজাড় করার কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি হচ্ছে ।

রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশন, এরোসল ইত্যাদিতে সি এফ সি বহুলভাবে ব্যবহৃত হচ্ছে।
গ্রিন হাউস প্রতিক্রিয়ার পরিণতি পৃথিবীর তাপমাত্রা যাচ্ছে বেড়ে ।

পাহাড়ের এবং মেরু অঞ্চলের সমুদ্র উপকূলবর্তী ভূমি নিমজ্জিত হয় বরফ গলে ,
গ্রীন হাউস এফেক্টের পরিণতিতে গরীব দেশ গুলো প্লাবিত হয় দুর্বিসহ গরমে বা বন্যার জলে।

গ্রিন হাউস এফেক্ট প্রতিরোধে জীবাশ্ম জ্বালানী ব্যবহার সীমিত করতে হবে ,
বনাঞ্চল সংরক্ষণ বনায়ন বাড়ানো ও সচেতনতা লাগবে।

কার্বনের ব্যবহার নিষিদ্ধ করা এবং এর সস্তা বিকল্প প্রয়োজন
সুন্দর নিরাপদ পরিবেশ বাড়াতে হবে বনাঞ্চল আর সবুজ বনায়ন ।

পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত সূর্যের এ বিকিরিত আলোক রশ্মি ক্ষুদ্র তরঙ্গকে পরিণত করে দীর্ঘ তরঙ্গে ,
কার্বন ডাই অক্সাইড এ দীর্ঘ তরঙ্গ রশ্মিকে শুষে নিয়ে নিম্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে।

আমাদের বসবাস যোগ্য বিশুদ্ধ বায়ু আর সবুজ বৃক্ষ খুবই জরুরী
বাঁচতে হলে অতি প্রয়োজন সবুজে ঘেরা নির্মল পরিকল্পিত নগরী॥

________________________

মন্তব্য করুন