Skip to content

ভুলা মন – জেবুন্নেছা জেবু

ভুলা মন
জেবুন্নেছা জেবু

যদি মানুষ কে বলা হতো
তোমার মন যা চায় তাই করো
তবে যা হতো,
তারই সামান‍্য নমুনা ফেইসবুক।
অবাধ বেপরোয়া লোভী মন
সীমাহীন অস্থির করে জীবন
মানুষ বাড়ায় নিজেই নিজের দহন।

আত্মসন্তুুস্টি ও স্থির করো মন
পাবে শান্তিময় সুখী জীবন,
নিজেকে নিজে করতে হয় শাসন
নয়তো নরক যন্ত্রণাময় হবে
ভবের যাপিত জীবন।

যা হয়নি তার তরে
করতে নেই অনুতাপ,
চিত্ত যদি বারে বারে করে
পেতে আলোড়ন নিত‍্য নতুন
বুঝিতে হবে তার হবে
অনাকাঙ্ক্ষিত পতন।

লোভী মন বাধে না জীবন
নিজেকেই ওরা দেয় বিসর্জন,
সময়ে সব হবে মলিন
আপনরা হবে পর
থাকবে না পাশে কেউ তখন
নিয়তি আসলেই যায় না খন্ডন।।

মন্তব্য করুন