Skip to content

কবিতা — ভাবনা/কবি -জেবুন্নেছা জেবু

ভাবনা
জেবুন্নেছা জেবু

নিজেকে বড় ভেবে
পথ চলে পাগলে,
নিত‍্য নতুন চলাচলে
পথ কি মনে রাখে তোমারে?
অহংকারী বোকা মন
সব ধ্বংসের কারন।
ভাবনা যদি হয় বিশালতায়
বেধো না মন সংকীর্ণতায়
হিংসায় রেখো না মন
একাতে আলোকিত হয় না জীবন।
পোষা পাখি নীড়ে ফিরে
নেই ভাবনার প্রয়োজন
ভালোবাসা রয় না অবিশ্বাসে
দ্বিধা দন্ধ বারন সবই অকারণ।
ভালোবাসো যারে
বাঁধি ও না তারে,
অধিক টানিলে
ছিঁড়িবেই একেবারে।
কেনো বলো তোমার আমার
কিছুই নেই ভবেতে আমাদের
হইও না আত্মকেন্দ্রিক
সবার মঙ্গলেই সুখ অধিক।।

মন্তব্য করুন