Skip to content

কবিতা —বাঁচতে চাই /কবি -জেবুন্নেছা জেবু

বাঁচতে চাই
জেবুন্নেছা জেবু
__________________

মা !
মাগো ওরা স্বাধীনতার কথা বলে
বিজয়ের গান গায়….
আমার পেটে ক্ষুধা ,
পরনে কাপড় নাই
ঘুমানোর ঘর নাই
এ কথা কেনো কেউ কয় না ?
আমার বেকার জীবনে বাঁচা দায় ….
ওরা কি জানে না মা ?

খোকা!
খবরদার আর একটা কথা ও কইবি না
আমার বাবার প্রাণের বিনিময়ে এ দেশ,
আমার মায়ের ইজ্জতের দামে এ স্বাধীনতা …
আমি খাই না,চলি না,পাই না কিনতু ইচ্ছে
মতো কাঁদতে তো পারি ,
বলতে পারি এটা কম কি ?

মা !
থাক তোর অহংকার নিয়া..
মুক্তিযোদ্ধার সন্তান হইয়াও আজো
তুই পথে ক্যান ?
তোর কি কোন পাওয়া হইছে ?
কেনো তুই কাঁদিস ?
আমি অনাহারে মরি ক্যান?
কিসের লাগি তোর বাপে মরছে ?
আর আমি এতিম নিঃস্ব দারিদ্র ক্যান ?

মা কেঁদে কয় ..
স্বাধীনতার বায়ান্ন বছর পর সত্তর
টাকায় চাল কিনি ….
এ দেশেরতো দোষ নয় সততার অভাবে
আমরা করি গোলামী ,
তুই আমার কাছে যেমন দামী
আর তোর কাছে আমি ,
সেই রকম দেশটারে আমরা
নিজের মতো ভালোবাসিরে তাই আজো কাঁদি ।

খোকা বলে!
মা আমি কিছুই বুঝবার চাই না ….
আমি শুধু খাওন চাই ,
আমার ও কতো সাধ জাগে মা !
আমি শুধু বাঁচতে চাই গো মা !
আমি শুধু বাঁচতে চাই …॥

__________________

মন্তব্য করুন