Skip to content

কবিতা —প্রেম পিরীতি/কবি -জেবুন্নেছা জেবু

❤ ❤ ❤
গীতি কবিতা –প্রেম পিরীতি
কলমে –জেবুন্নেছা জেবু
________________________

আজকালের প্রেম পিরীতির
নাইরে রীতি নীতি ,
ঘটছে কতো দিনে রাতে
চলছে অসংগতি (2)

দেখা দেখি থামে না
ভীমরতি কমে না ,
মন নিয়ে করে খেলা
চলছে প্রেমের মেলা
হায় হায় ….। (ঐ)

বেলা শেষে পাওয়া হবে
কৃত কর্মের শাস্তি ,
ভুলে ভুলে জীবন যাবে
পাবে না আর শান্তি ( 2)

করো না আর তাল বাহানা
ন্যায়ের পথে চলো ,
মোহে পড়ে জীবনটাতে
কেনো আগুন জালো? …..
হায় হায় …(ঐ)

ভালোবেসে যদি তুমি
সুখী হতে চাও ….
সবার আগে নীতিবান
আর সঠিক হয়ে যাও( 2) ঐ

1 thought on “কবিতা —প্রেম পিরীতি/কবি -জেবুন্নেছা জেবু”

মন্তব্য করুন