Skip to content

[ কবিতা ] পাপিয়া’ – মল্লিকা রায়

পাপিয়া ”

তুমি নয় মৌন থাকো
বেশ কিছু লক্ষ্মী হয়ে
নাহয় ওই দেমাগ গুলো
যাক্ না দ্বি’চার বয়ে I

ছুড়ে দাও পকেট”টাকে
তোলা ঢেউ নিতম্বে ওর
মুখে থাক্ হাজার সোহাগ
শাজাহান রতন কেয়ুর I

উড়ে যাও হাওয়ার বেগে
উড়িয়ে পানসে ধূসর
জীবনের সেই আবেগে
বহে যাক্ সান্ধ্য প্রহর I

সাজিয়ে পাপড়ি মালায়
যে কারে উজার বানাও
ঢালো না আঁতর দানে
তোমার ওই স্বর্ণ প্রভাও I

চলে যাও রাজ মেজাজে
ভেবে নাও স্বর্গারোহণ
সাধের ওই সবকটি ভুল
ঢেলে দাও অবুঝ সাজে I

আসলে মারছ ভেবেই
যে বুকে হৃদয় বেঁধাও
তোমারই ভুলের মাশুল
তোমাতেই হিসেব ফেরায় I

মন্তব্য করুন