Skip to content

কবিতা —ধর্ম ও মানুষ /কবি -জেবুন্নেছা জেবু

কবিতা— ধর্ম ও মানুষ

কলম —–জেবুন্নেছা জেবু

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আমি নারী পুরুষ বৃদ্ধ জোয়ান যাহা হই

আমি শ্রেষ্ট জীব মানুষই ,

আমি হিজাব বোরকা পড়ি

কিংবা শাখা সিঁদুর শাড়ি তাতে কি?

আমি পড়ি শার্ট পেন্ট কোট

পায়জামা ধুতি

কিংবা টুপি পাঞ্জাবী লুঙ্গি ,

আমার বোধগম্য নয় কোন পথে চলছি?

মিথ্যা পোষাকের পরিচয় কেনো মানছি ?

রক্ত মাংসের মানুষ

মূল্যবান সবার জীবন

যা হউক ভাষা দেশ আচার আচরণ,

এসবে সবার চরিত্র করো না নির্ণয়

পাসপোর্টে না হউক আমার পরিচয় ।

রাজনীতি হউক মানুষের জন্যে

মারামারিতে হয় পরিবার গুলো শূন্য ,

ধর্মের বিষয় না হউক সেখানে গণ্য ,

সর্ব স্তরে মানবতা বাঁচুক তবেই সব ধন্য ।

আমি কোন ধর্মের সেটা

আমার ব্যক্তিগত বিষয়

ধর্মের নামে চাই না হাঙ্গামা

খুনখারাবী প্রশ্রয় ,

স্রষ্টা সবার এক কেবল ডাকার

পথ গুলো ভিন্ন

সকল ধর্মেই মন্দকে করেছে

ধিক্কার আর ঘৃণ্য।

মুসলিম ধর্মে মানুষ হত্যা সর্বশ্রেষ্ট পাপ

অন্যে ধর্মগুলো ও বলে

জীব হত্যা মহাপাপ ,

সকলের ভাতই হয় চাউল হতে

রান্না হয় ভিন্ন

বিরানী খিচুড়ি সাদা চালের

একই সেই অন্ন ।

মহান স্রষ্টা করেনি ভাগ

আকাশ বাতাস পানি

আমরাই অল্প বিদ্যায়

তর্ক জুড়ে করছি হানাহানি

আল্লাহ সবার জন্যে সৃষ্টি

করলেন সুন্দর পৃথিবী

যার কর্মের ফল সে পাবে

করতে নেই গালাগালি।

ধর্মের দোহাই দিয়ে কেনো

এতো দলাদলি?

নবীজীর হুকুম ধর্ম নিয়ে

করো না বাড়াবাড়ি

ধর্ম হলো পালনের বিষয়

মারামারির নয়

জীবে দয়ায় ও পূণ্যতে

স্রষ্টাকে করতে হয় জয়॥

———————

মন্তব্য করুন