Skip to content

কবিতা —জীবন বৃত্তান্ত /কবি -জেবুন্নেছা জেবু

জীবন বৃত্তান্ত
জেবুন্নেছা জেবু

মাটি ভেদ করে উঠা
সেই বীজ হতে চারা
আর চারা হতে গাছ
হয়ে উঠার গল্পটা
ঠিক আমাদের মতো,
ফল দিতে দিতে মরে যাওয়া
গাছটির জন্মই হয়
পৃথিবীর সাথে লড়াই এর জন‍্য।

দাতঁ উঠা,পড়া,স্কুলে যাওয়া,
পড়ার চাপ,পরীক্ষা পাশের
ক্রমবর্ধমান যুদ্ধ,শেষে…
চাকরির বাজারে প্রতিযোগিতায়
আহত সফলতা অসফলতায়
প্রেম প্রনয়ের বিয়ের দন্ধ
বিচ্ছেদ হতাশায় মানিয়ে নেয়ার জীবন।

অত:পর বিয়ে সংসার সন্তান
নতুন দ্বায়িত্বের চাপে
র্জজরিত সাধের জীবন,
সাধ সকালে উঠে বাচ্চার আবদার পুরন
টিপিন তৈরী স্কুল অফিস বাজার রান্না
নিত‍্য জীবনের যাপিত যন্ত্রণায়
বিধস্ত র্পব শেষে জায়গা জমি
ভাই বোনের স্বার্থপরতার চিএ।

শান্তি টা কোথায় কখন?
নিজের সন্তানের ভবিষ্যৎ চিন্তায়
গড়ে তোলা নতুন যুদ্ধ ভবন,
আয়োজনে নিজেকে বঞ্চিত করা
তীলে তীলে সঞ্চিত অর্থ বির্সজন
একই কক্ষ পথে উপায়হীন
ঘূর্ণিয়মান সুখ মোহের জীবন।

শেষে সন্তানের বিবাহ র্পব
মানিয়ে নেবার পালা
সবটা একই দৃশ‍্য
নদীর দুই পাড় সমান
ক্ষেত্রটা সবারই এমন
অবহেলার বঞ্চনার জীবন
সন্তান ভালো হলে ভালো
নয়তো নিভে যাবে আশার আলো।

শেষ র্পবটা যাবার আয়োজন ব‍্যস্ত
কিছু ক্ষেত্রে নাতি নাতনীর দায়িত্ব
শারীরিক অসুস্থতায় ভারাক্রানত হ্নদয়
মৃত্যুর প্রতিক্ষায় কস্টে কস্টে যে জীবন
সে জীবনে লোভে হিংসেতে পড়ে
কেউ কাউকে দিও না কস্ট।

শুরু হতে শেষ অবধি
জীবন যৌবন কোনকালে শান্তি নেই
সে জীবনে কেনো করো অশান্তি?
এতো পাওয়া না পাওয়ার হিসাব ;
যুদ্ধে টিকে থাকার একটা জীবনে
আছে স্রেফ অবিরাম ত‍্যাগ,
তাই কস্ট দিয়ে নস্ট করো না কারো মন
গড়ে তোলা হউক ভালোবাসার ভুবন।।

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

মন্তব্য করুন