Skip to content

কবিতা —জারজ /কবি -জেবুন্নেছা জেবু

জারজ
জেবুন্নেছা জেবু

ওরা বলে ভালোবাসার
ছলনায় মা খেয়েছিল ধোকা।
গোপন প্রেমে পড়ে মা
হয়েছিল বোকা,
সেই বোকামির দন্ড আমি,
মা পেলো না সংসার স্বামী
অবৈধ জারজ হলাম আমি।

বাবার কয়েক মূহুর্ত্তের ফূর্তি
মায়ের সারা জীবনের কান্না
আমি অসহায় পথশিশু,
জীবন আমার কাছে যন্ত্রনা।
পথে আমার জন্ম
পথেই হয় ঠিকানা
পথে পথে ফিরি আমি
পরিচয় আজো অজানা।

ডাস্টবিনে খুজি খাবার
পেলাম কুকুরের জীবন
অনাদরে অবহেলায় বাচি
নেই কোন আপনজন,
আদর স্নেহ জুটেনা মোর
ক‍্যান জন্ম দিলা মা
আমার আদালতে মাগো
তোমার নেই কোন ক্ষমা।

কেউ কখনো দয়া করে
রাখে না মাথায় হাত
পাই না মাগো কখনো
পেটটা ভরে খেতে ভাত,
হে অমানুষের দল
করো না প্রেমের ছল
তোমাদের জন‍্যে পৃথিবীতে
এতো পথশিশুর দল।।

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

মন্তব্য করুন