Skip to content

কবিতা —জলের আকাশ /কবি -জেবুন্নেছা জেবু

আকাশের মেঘের মতো
জীবনের রং যতো,
তাতে ক্লান্ত হয় না প্রান
দেখো সমুদ্র ঠিক ধারণ করে
মেঘ ও জলের প্রেম।

শুরু হতে সূর্যাস্ত কোন প্রকাশকে
অস্বীকার করবে জলের বিকিরনে?
নর নারী জল মেঘচ্ছটা সবটাই
নিয়মে সময়ের হেরফের
তবে অস্তিরতা কিসের?

নিয়মের জটিলতায় জটিল
চলমান জীবনের সংজ্ঞা,
হাজার চেষ্টায় তুমি
পাবে না সরল সমীকরণ
জালটা এমনই দূভের্দ‍্য কঠিন।

কেনো করো কস্ট
কেনো করো নস্ট?
অর্থ,জীবন,প্রেম সময়
কোনটাই নিজের নয়,
তবুও ওরা বলে
ভালোবেসে পেতে চাই।

বলে তুমিটা স্রেফ আমার
কে আসলে কার?
কাজের বেলায় রক্তের দোহাই
কাজ ফুরালে কে কোথায়?
জলের আকাশের মতোই
আমরা সময় তাড়িত প্রানী
প্রয়োজনে কে কোথায় চলে যাই
স্রেফ আপনাকেই বড় মানি।।

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

মন্তব্য করুন