Skip to content

কবিতা —ছেড়েদিও না /কবি -জেবুন্নেছা জেবু

ছেড়ে দিও না
জেবুন্নেছা জেবু
————————————-🍁

তোমার ঘর ওরা করিয়াছে চুরি
শুন‍্য হতে যাচ্ছে আজ সবি
মুক্তির নামে হলো জলাঞ্জলী
দরিদ্র মানুষ বেশী কখনো খায়নি,
একটু ভাবো কতো অসহায় মানুষ
তেলবাজদের কথায় হতে নেই বেহুশ
যারা করেছে সুযোগে দূর্নীতি
দাও তাদের দৃস্টান্ত মূলক শাস্তি,
কেনো আজ ধ্বংস তারল‍্যনীতি?
কেনো উত্তাল বাজার অর্থ নীতি?

তুমি একটুতো ভাবো
আমরা কোথায় যাবো?
তোমার ঘর তুমি কেনো করলে পর?
কি খাবো কোথায় যাবো দাও উত্তর!
কেনো এতো লুটপাটের হয়নি বিচার?
এবার একটু কঠোর হও করো হুশিয়ার।

ছোট্ট নিস্পাপ শিশুরা কাঁদছে রাস্তায়
ফেলে গেছে অসহায় মা
অভাবে ক্ষুধার যন্ত্রণায়,
কতোটা নিরুপায় হলে এমনটা হয়?
এতো বছর তুমি যা বলে গেলে
বলে দাও এসব ছিলো না অভিনয়,
আমরা ভালোবাসি মা আজো তোমায়।

বলতে দাও একটু বলতে দাও মা!
তোমার একটু দয়া কেনো হয় না?
দয়াকরে সমাধান করো
অনাহারে মেরে ফেলে যেও না,
চারদিকে বাড়ছে চুরি হাঙ্গামা
অভাবে স্বভাব আর ভালো থাকে না।

তোমার ঘরে এনে দাও
চাল ডাল চিনি লবন
আবার জ্বলে উঠো
একবার আগের মতন।
মৃত্যুর পরে ও তুমি
হবে আলোকিত মহান,
কারো কথা শুনে
ছেড়ে দিও না হাল,
দিয়ে যাও মা আমাদের
ভালোবাসা আর বিশ্বাসের অবদান।।

☘☘☘☘☘☘☘☘☘☘☘☘

মন্তব্য করুন