Skip to content

কবিতা : কী করে তোমার কাছে ফিরবো বলো। কবি : অরণ্য মজিদ।

কবিতা : কী করে তোমার কাছে ফিরবো বলো?
কবি : অরণ্য মজিদ।
তারিখ : ১৫ নভেম্বর ২০২১।

কী করে তোমার চোখে চোখ রেখে
উষ্ণ আলো বুনবো বলো?
কী করে তোমার ওষ্ঠে
ফিরিয়ে দেবো প্রত্যাশিত চুম্বনগুলে?
যখন যীশুর হাতের মতো
নারীর প্রশারিত উরু রক্তাক্ত ক্রুশবিদ্ধ হয়
দূবৃত্তদের হাতে।
যখন নারীর বুক থেকে ফুলের মতো উপড়াই
জ্যোৎস্নাবতী স্তন
আর যখন পূজোর মেলায় কেনা মোয়ার মতো
কামড়ে কামড়ে খাই বিভৎস দাঁতে নষ্ট মানুষের দল।
তখন তোমার বুকে কীভাবে ভালোবাসা নির্মাণ করবো বলো?
যখন মানুষের রক্ত, মাংস, হাড়
উল্টে পাল্টে নষ্ট মানুষেরা বলিষ্ঠ কুকুরের মতো
জিহ্বায় খোঁজে নতুন স্বাদ।
যখন জিহ্বার নীচে খড়ের গাদার মতো জমা হয় বাক স্বাধীনতা
তখন তোমাকে বাসযোগ্য একটা ঘর কীভাবে উপহার দিবো বলো?
যখন রাজপথ গুটিয়ে নিতে হয় আঙ্গুলের ভেতর
যখন দেশপ্রেমিকের মৃত্যুদন্ড কাঁধে নিয়ে
দৈনিক পত্রিকাগুলো কাঁদতে বসে জাতির চোখে
যখন বন্দুকের নল ঘনঘন বারুদ চুম্বন দেয় বিপ্লবীর ফুসফুসে
যখন কারো কারো পায়ের তলায়
কৃতদাসের মতো কুড়িয়ে নিতে হয় লম্বা শ্বাস
তখন কী করে তোমার কাছে ফিরবো বলো?
যখন বন অথবা জঙ্গল তোমার বুকের চেয়ে হয়ে ওঠে
যোগ্য আবাসভূমি
তখন কীভাবে তোমার কাছাকাছি হবো বলো?
যখন সময়ের চাকা ঘুরাই দূ্বৃত্তের দল
যখন আমার কঙ্কাল তন্ত্রের ওপর
মসৃণ মাংসপিণ্ড কারো কারো চোখে
শরীর বিলাশ
তখন কোন নিরাপত্তা বুকে নিয়ে তোমার কাছে ফিরবো বলো?
যখন আমার বেঁচে থাকার আবেদন
সময়ের অবাঞ্চিত অপরাধ।
যখন বিশ্বস্ত কুকুরের অধিক আকার স্বভাব হয়ে যায় আমার বর্ধিত অধিকার
তখন কোন স্বপ্নের ঝাঁপি তোমার দু’পায়ে রাখবো বলো?
জীবন যখন এখানে অধিক নিরাপত্তা খোঁজে মৃত্যুর কফিনে
জীবন যখন শেষ হয় শেষহীন আগুনে
তখন বেঁচে থাকার অধিক প্রত্যাশা তোমাকে কী আর শোনাবো বলো?

মন্তব্য করুন