Skip to content

কর্মফল – জেবুন্নেছা জেবু

কর্ম ফল
জেবুন্নেছা জেবু
**********************

লোকটি এখন বাসে যাতায়াত করছে
একদিন প্রচুর অর্থবিত্ত গাড়ি জমি জমা
বিল্ডিং সবই ছিলো ,এখন টাকার অভাবে
কতো অনুনয় বিনয় করে….
সবটাই তার অহংকার কর্মফল।

তবুও স্বপ্ন দেখে আবার ফিরে পাবে সব…
স্বপ্ন দেখে আজ ও।প্রচণ্ড স্বপ্নবাদী অপচয়কারী
বেহিসেবী লোকটাকে দেখলে মায়া হয়।

আলোতে যারে কালো ছায়ায় আবিষ্কার করেছি
যাকে আলোকিত মানুষ করতে শত ত‍্যাগ করা
কিন্তু না
পারিনি ,বুঝতে বুঝতে সকাল দুপুর বিকেলে
সূর্য অস্ত হবার সময় এসে গেছে।
স্বপ্নগুলো আজ বড্ড ক্লান্ত।

চীন জাপান কতো শত দেশে ঘুরে ঘুরে
বিলাস যাপনের লোকটা এখন চুপচাপ
যাকে ক্ষমা করা যায় না।
অহংকার
আর শক্তির দম্ভে যাদের অপমান করতো
আর চোখের জলে ভাসাতো তারা এখন হাসে।
বিসর্জন দিতে হয় তার সন্তানদের
কতো লালিত স্বপ্ন।

হিসেবে চলা জীবন সর্বোচ্চ জীবন
যে টাকার অহমিকায় মানুষকে বুঝতো না
চাঁপা দিয়ে রাখতে চাইতো।
এখন বৃথা মায়ায় ছায়ায়
আমি আলো হয়ে থাকি।

আমি
আপনি
আমরা

সাহিত্যে কাব্যে রচনা করি
জীবনকে বাহিরে রেখে কেবলই প্রেমে,
কই জীবন সেখানে দেখাতো দেয় না!
বলে না সমাজ স্বজন কেউ নেই তবু
তাদের জন‍্য সব অভিনয়।

প্রকৃতি বলে সময় দেখো,
সমস্ত মিথ্যে অভিনয় ফেলে দিয়ে
দাবানলের মত
এগিয়ে যাও !
আবার এগিয়ে যাওয়া
মন ছটফট করতে থাকবে-
সভ্যতা উন্নতি সমাজ নিয়ে
তবুও মিলবে না মুক্তি
কারন সময়ের কাজ সময়ে ভালো
অসময়ে নয়।।

☘☘☘☘☘☘☘☘☘☘☘

মন্তব্য করুন