Skip to content

কবিতা : এভাবে কী ভালোবাসা বাঁচে? কবি : অরণ্য মজিদ।

কবিতা : এভাবে কী ভালোবাসা বাঁচে?
কবি : অরণ্য মজিদ।
তারিখ : ১ নভেম্বর ২০২১।

আমার বিশ্বাসগুলোকে আর
কতবার বিশ্বাস করাবো বলো?
” আমাকে ভালোবাসো তুমি “।
জলে দেহ ভাসলেই কী তাঁকে সাঁতরানো বলে?
ঢেউয়ের দোলায় মৃতদেহ সমুদ্র পাড়ি দিলেই তাঁকে কী সমুদ্র যাত্রা বলে?
দেখার ভেতরেও তো কিছু দেখা থেকে যায়
চোখের ভেতরেও আরও কিছু চাওয়া থেকে যায়।
এভাবে কী ভালোবাসা বেঁচে থাকে
যখন নিজ চোখে দেখি
পানি সুপারি সুখে
কোনো এক পুরুষ
তোমার দু ঠোঁট চিবোতে থাকে
যখন দেখি তোমার গালে
কালো তিলকের মতো ফুটে থাকে
কারো কারো চুম্বনের দাগ
যখন দেখি বিমর্ষ দুপুরে
কোনো এক সওদাগর
তোমার বিছানায় বসে
ফুসফুস ভরে তাল পাখার শ্বাসে।
তখন কীভাবে বিশ্বাস করবো বলো
তুমি এখনও ভালোবাসো আমাকে?
মুখে বলো ভালোবাসি ভালোবাসি
ভালোবাসার এ শব্দগত দলিল
কীভাবে বুকে ধরবো মিথ্যা আশ্বাসে?
আমি চাই কৃষকের নিজস্ব জমিতে
লাঙ্গল, জোয়াল, বীজ বুনোন, শস্য কর্তন,
আমার রক্ত, মাংসে মেশা
ভালোবাসা সে যে আমার
স্বপ্নের তরীতে সোনার ছড়া ধান।
আমি চাই কৃষকের মতো
আমার নিজস্ব জমিতে
আমার পায়ের ষোলআনা দখল
আমি চাই অন্যের উচ্ছেদ পরোয়ানা
চাই বিমুক্ত মাটি।
চাই চোখে মুখে শস্যের স্বহাস্য সমর্পন।।

মন্তব্য করুন