Skip to content

কবিতা —ইচছে করে /কবি -জেবুন্নেছা জেবু

তারিখ –০২/১১/২০২২ইং
শিরোনাম — “ইচ্ছে করে ”
কলমে —জেবুন্নেছা জেবু
_______________________________________

ইচ্ছে করে নিয়ম কানুন উপড়ে ফেলে দেই
সমস্তই অন্যায় কুসংস্কার ,
আগাছার মতো পরিষ্কার করতে ইচ্ছে হয়
সমাজের নিত্য অনাচার।

চলছে ধর্মের নামে মিথ্যাচার
ব্যবসা হয় কোটি টাকার ,
ধর্মেরই নামে ভন্ডামী
ইচ্ছে করে সব পুড়িয়ে ফেলি।

ইচ্ছে হয় অফিস আদালত বন্দ করে দেই
ধংস করি সংসারের অপকর্ম আর গোলামী,
সব ভেঙ্গে চুরমার করে নতুন পৃথিবী গড়ি
বন্দ হউক সব অপচয় আর ধর্মের বাহাদুরী ।

সস্তা নোংরা নিষিদ্ধতায় জড়িয়ে যাচ্ছে
নবীনদের যৌবনের সুস্থতা ,
ইচ্ছে করে চলে যেতে পুরনো যুগে
ফিরে যাই সেই নন্দিত সুস্থ পরিবেশে ।

আমি শংকিত আগামীর জীবন যৌবন নিয়ে
ওরা হারাচ্ছে বালুচরে নিষিদ্ধ প্লাবনে,
কি ভয়ংকর অশুভ অসুখ বাড়ছে
ব্যর্থ প্রেমে হতাশা বেদনায় সব পুড়ছে ।

ঈমানের অবিশ্বাসে বাড়ছে অশান্তি
বাড়ছে আগামীর হতাশার জীবন ,
নিষিদ্ধ প্রেমের বাড়াবাড়ি
বুঝছে না কেউ বড় মূল্যবান এ যৌবন।

সময় থাকতে হতে হবে সাবধান
আগামীতে চরিত্র হারাবে সকল সন্তান ,
মন্দ আকর্ষনে হারাতে নেই চিরকল্যাণ
বেলা শেষে বুঝবে অকারণ সব আয়োজন॥

________________

মন্তব্য করুন