Skip to content

কবিতার সহবাস – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

কবিতার সহবাস
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৫-১২-২০২৩ ইং

কবিদের যত প্রেম কবিতার সাথ,
দিন ক্ষণ কাল নাই, নাই নিশি রাত।
ছন্দ ও সুর তালে কাব্য চরণ,
পর্বতে পর্বতে মাত্রা মিলন।

রন্ধ্রে রন্ধ্রে মিশে ঝাঁকুনি সে দেয় ,
মৃদু স্বর বিদ্রোহে প্রতিশোধ নেয়।
ভালোবেসে দু’টি মন হয় বিনিময়,
সমাজের অপকাম নির্মুল ক্ষয়।

কবিদের মূলধন কবিতার হেম,
রাতদিন জমে থাকে তাহাদের প্রেম।
কবিতা প্রেমিকা আর কবিই প্রেমিক,
কাব্য কথার হয় দু’জন ক্রমিক।

কবি ছাড়া কবিতা যে হয় না রে কভু,
দু’য়ের মধ্যে তাই প্রেম দেন প্রভু।
কবিতার প্রেমে কবি হয় দিশেহারা,
রচনায় খুঁজে পায় সকলের সাড়া।

সাগরের মোহনায় পায় খুঁজে কূল,
শাখে শাখে পাতা গজে ফুলবাগে ফুল।
যাতনা দমন সেথা সুখের আবাস,
কবি-রাজ কবিতার হয় সহবাস।

মন্তব্য করুন