Skip to content

প্রত্যাখ্যান – জাহির আব্বাস শাহ

প্রহরী বিহীন অতন্ত্র সাগরে দিয়েছি ডুব।
সব জেনে বুঝেও রয়েছো নিশ্চুপ।
গভীর গহন অরণ্য হৃদয় যায়না ভেদা।
সহসা ওষ্ঠে অস্পষ্ট হাসির ছটা।
মোহময়ী মনমুগ্ধকর মানবী নাকি অপ্সরা।
বৃথা হাজার চেষ্টা কিছুতেই দেয় না ধরা।
মায়াবী রাতের আকাশে একফালি চাঁদ।
তোমার রূপের ছটায় পূর্ণিমার জোছনা হয় ম্লান।
রেখেছো নিজেকে আড়াল করে সবার থেকে দূরে।
চঞ্চল ব্যাকুল হৃদয় তাই যাচ্ছে জ্বলে পুড়ে।
রহস্যে ঘেরা পাহাড়ী ঝর্ণা ঝর ঝর ঝরে।
তোমার অপরূপ লাবণ্য মুখে মুখে রটে।
বেঁধেছি হাজার সুর তোমার সুরের মতো করে।
এসে যাবোই কাছাকাছি ঠেলবে যতো দূরে।
নীল নয়নার উদাসী চাহনি অভিমানে সিক্ত।
বার বার ফিরিয়েছো হস্ত করে রিক্ত।
তোমার প্রত্যাখ্যানের প্রেমে পড়ি বার বার।
আমার মতো আছে কোনো প্রেমিক তোমার?

2 thoughts on “প্রত্যাখ্যান – জাহির আব্বাস শাহ”

মন্তব্য করুন