Skip to content

ধ্রুপদী একটি কবিতা / কোয়েল তালুকদার

প্রেম আসে প্রেমিকা আসে
বিরহ আসে ,
প্রেম যায় প্রেমিকা চলে যায়
বিরহ আর যায়না।

কী যে উন্মুখ ছিলাম তোমাকে উন্মোচন করতে
কী যে প্রস্ফুটনের জন্য অপেক্ষার ক্ষণ ছিল আকুলতায় ভরা,
মাধবী, তুমি আমাকে সেই অমরত্ব দিলেনা
তুমি আর আমার হলেনা।

ভুলতে পারিনি দেহশ্রম ,
ভুলতে পারিনি নিশিকনকচাঁপার মাতাল গন্ধ
ভুলতে পারিনি অস্তসন্ধ্যার প্রগাঢ় চুম্বন ,
ভুলতে পারিনি হাজার নক্ষত্রবীথির চন্দ্ররাত্রির আকাশভূক দ্যুতি ।

কে যে কখন হয় শোকগাঁথা, কে যে হয় মৌনতার করণ সুর, কে যে হয়ে যায় দূরের দূরবর্তিনী –
মাধবী,আফসোস তোমারই তুমি হতে পারলেনা আমার পুণ্যমহিমার একটি ধ্রুপদী প্রেমের কবিতা।

***

মন্তব্য করুন