Skip to content

কবিতার জন্য প্রেম – এফ এইচ বি নাজিম

ভেবেছি কবিতার জন্য হলেও অন্তত
জীবনে একবার প্রেমের ফাঁদে পা বাড়াবো
কারণ! প্রেমে পড়লেইতো ছ্যাঁকা খাওয়া যায়
সেই ছ্যাঁকার রাগ অনুরাগ নিয়েই অবলীলায়
লিখে ফেলবো আমি শ’খানেক কবিতা।
কবিতার প্রথম চরণে থাকবে হয়তো
প্রথম প্রেমের প্রথম সব আবেগ-অনুভুতি।
আর মাঝখানে থাকবে যত দুঃখ-সুখ
হাসি-কান্না, আনন্দ-বেদনা, বিরহ-বাসনা।
সংক্ষেপে থাকবে সাহসিকতার কিছু গল্প
থাকবে ব্যার্থতাদের নিয়েও না হয় স্বল্প।
আমি সত্যবাদীর মত কিছু বেফাঁস লিখে দেবো
আর আঠারোর্ধ কিছু দিক এড়িয়ে যাবো।
ভাবের অভাবে লিখতে না পারা কবিতায় আমি
লিখে দেবো দু’চারটা অগোছালো লাইন।
দুষ্ট প্রেমিকের মত মনের কথা লিখে পাঠাবো
খামের ভেতরে ডায়েরির ছেঁড়া সাদা পাতায়
আমার কবিতায় তুলে ধরবো মাঝে মধ্যে
আমার ভালোবাসা তাকে কতটা ভাবায়।
ইদানিং আমার কাছে ভালো লাগে সব ফুল
ভালো লাগে গুনগুন করে গাইতে গান
এটাই কি তবে আমার বুঝে শুনে করা ভুল
প্রেমের সাগরে হাবুডুবু খাওয়ার অভিযান।
প্রেম ফুলের মধুর কিছু পর্ব শেষে নেমে আসবে
তার-আমার প্রণয়নের যত সব ব্যাবধান
স্মৃতির পাতা লোপ পাবে ভুলে যাবো পিছুটান,
ধীরে ধীরে আবেগের সম্পর্ক হয়ে যাবে মলিন
তিলকে করবো তাল, কথা হবে বাড়াবাড়ি
তারপর শুরু ভুলে যাওয়ার পালা
কে কাকে ভুলতে পারে কত তাড়াতাড়ি।
আর এভাবেই শুরু হয়ে যায় প্রেমের ছ্যাঁকাছ্যাঁকী
তাতে হয়তো হবো দেবদাস, না হয় কবিতার কবি।
এত দিনে প্রেম করার স্বাদ না মিঠলেও
ছ্যাঁকা খাওয়ার স্বাদ কিন্তু ঠিকই মিঠে গেছে
চঞ্চল এই প্রাণের যত ছিলো আশা মনে
সবটুকু থেমে গেছে আবেগী প্রেমের অবসানে।
প্রেম কখন যে এসে নিরবে অগোচরে
তোলপাড় করে দিলো এ জীবনটাকে
কিছুতেই আমি টের পেলাম না।
অভিজ্ঞতার অভাবে পারিনি প্রিয়াটারে
কোন প্রিয় নামে ডেকে সান্তনা দিতে
বুঝিনি আমি প্রেমটাই ছিলো এক পাগলামী।

মন্তব্য করুন